KOLKATA WEATHER
বীরভূম

লকডাউনের নিয়ম মানাতে গিয়ে পুলিশকে হেনস্থা, আটক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে মারণ ভাইরাসের প্রকোপ। সেইজন্য রাজ্যের বেশ কিছু জায়গায় আবারও লকডাউনের পথে। আগামি শুক্র বার পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে বারাসাত প্র শাসন।এবার সেই পথে বীরভূম প্র শাসনও।বীরভূমের ছটি পৌর এলাকায় শুরু লকডাউন।বারোটার পর থেকে লকডাউন চালু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।।সেইমতো পুলিশ কিন্তু বারোটার পর থেকে মানুষদেরকে জরুরী পরিষেবা ছাড়া ঘর থেকে বের হতে দিচ্ছে না।তবে সেই সিদ্ধান্ত পালন করাতে গিয়ে এবার খোদ হেনস্থার শিকার পুলিশ।সোমবার সকালে এক ব্যক্তি সাইকেলে করে বাসস্ট্যান্ডে দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিল, মুখে ছিলনা মাস্ক।পুলিশকে দেখে মুখে মাস্ক না থাকায় তাকে রুমাল বাঁধছিল।তখন সিউড়ি থানার পুলিশ তাকে মাক্স কিনতে বলে। এরপরই সে হাত তুলতে যায় পুলিশকে চড় মারার উদ্দেশ্যে। পরে ওই ব্যক্তিকে পুলিশ আটক করে।তাকে নিয়ে আসা হয় সিউড়ি থানায়।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close