লকডাউনের দ্বিতীয় দিনে কড়া নজরদারি পুলিশের
ঝাড়গ্রাম :- গ্রিন জোন ঝাড়গ্রাম। তা সত্বেও করোনা সংক্রমণ রুখতে বদ্ধপরিকর ঝাড়গ্রামের পুলিশ প্রশাসন।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, করোনা ঠেকাতে এবার থেকে প্রতি সপ্তাহে ২ দিন করে পূর্ণ লকডাউন হবে গোটা রাজ্যে। বৃহস্পতিবার ছিল প্রথম দিন। শনিবার, লকডাউনের দ্বিতীয় দিনে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় দেখা গেল পুলিশি তৎপরতা। জেলাজুড়ে চলছে পুলিশের কড়া নজরদারি। খোলেনি দোকানপাট। বন্ধ গাড়ি চলাচল। শুনশান রাস্তায় হাতে গোণা যে কটা গাড়ি চলছে, তাদের চালকদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জারি রয়েছে তল্লাশিও।
ঝাড়গ্রামের সমস্ত অলিগলিও ব্যারিকেড করে দেওয়া হয়েছে।বিভিন্ন জায়গায় ব্যরিকেড করে গাড়ি তল্লাশি করতে দেখা যায় পুলিশকর্মীদের। গাড়ি থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্মীরা। উপযুক্ত কারণ দেখাতে না পারলে আটকও করা হয়েছে। সিভিক ভলান্টিয়ার এবং পুলিশকর্মীদের পাশাপাশি পথে নেমেছেন পুলিশের পদস্থ আধিকারিকরাও। রাস্তায় টহল দিচ্ছেন ডিএসপি, এসডিপিও এবং অইসি।