KOLKATA WEATHER
এক ঝলকে

লকডাউনকে সফল করতে কড়া দাওয়াই বীজপুর পুলিশের, দুজন লকডাউন অমান্যকারী গ্রেফতার

○ নিজস্ব সংবাদদাতা:- বিজপুর:- বুধবার সাপ্তাহিক রাজ্যজুড়ে লকডাউনের তৃতীয় দিনে লকডাউনকে সফল করতে ফের মাঠে নামতে হলো বীজপুর থানার পুলিশ প্রশাসনকে |বীজপুরে লকডাউনের আইনকে রীতিমত বুড়ো আঙুল দেখিয়ে চলছিল লকডাউন অমান্য| অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়াও বিলাস সামগ্রীর দোকান খোলা রেখেছিলেন বেশকিছু অসচেতন ব্যবসাদার | সেইসব দোকানগুলো রীতিমতো পুলিশ লাঠিচার্জ করে বন্ধ করে |অনেকে অপ্রয়োজনে রাস্তাতেও বেরিয়েছিলেন| অনেকেরই আবার মুখে ছিল না সঠিক নিয়ম মেনে মাক্স| চলছিল পুলিশের কঠোর নজরদারি| এমনকি পুলিশ ডাক্তার বা সংবাদমাধ্যমের উল্লেখ করা গাড়িতে যিনি চড়ে বসেছিলেন তাকেও দেখাতে হচ্ছিল উপযুক্ত প্রমাণপত্র| অনেকেই বিভিন্ন অজুহাতে বাইরে বেরিয়ে ছিলেন তারা উপযুক্ত কারণ দেখাতে পারেননি| সেই সমস্ত অসচেতন নাগরিকদের সচেতন করতে কান ধরে উঠবস করানো থেকে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে|মহামারী আইন লঙ্ঘনের ঘটনায় লকডাউন চরমভাবে অমান্য করায় দু’জনকে আটক করেছে পুলিশ।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close