লকডাউনকে উপেক্ষা করে কারখানায় কাজ করতে গিয়ে প্রাণ হারালেন মধ্যমগ্রামের এক শ্রমিক
বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশ।
নিজস্ব সংবাদদাতা :- প্রদীপ দাস:- বারাসাত :-রাজ্য সরকারের ডাকা লকডাউন কে বুড়ো আঙুল দেখিয়ে কারখানায় কাজ করতে গিয়ে বেঘোরে প্রান হারালো উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রামের এক কারখানার শ্রমিক। মৃত শ্রমিকের নাম ঠাকুরদাস বন্ধু| স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বুধবার রাজ্য সরকারের ডাকা লকডাউন উপেক্ষা করে কিভাবে এই কারখানা চালু থাকল?? বুধবার রাতে ঐ কারখানায় কাজ করছিল ঠাকুরদাস বন্ধু সহ আরও এক শ্রমিক। প্রচন্ড শব্দে বয়লার ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঠাকুরদাসের। দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে আজ ময়নাতদন্তের পর দেহ নিতে অস্বীকার করে পরিবার। কারখানা কর্তৃপক্ষ জোর করে তার স্বামীকে কাজ করতে বাধ্য করে,তার মৃত্যুর জন্য মালিক দায়ী। অভিযোগ করেন ঠাকুরদাস বন্ধুর স্ত্রীর। যদিও পরিবারের সিদ্ধান্ত যতক্ষণ ক্ষতিপূরণ না পাবেন দেহ নেবে না। সরকারি নির্দেশকে অমান্য করে কারখানা চালু রেখে শ্রমিকদের কাজে আসা বাধ্য করতে মালিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এবং তার পাশাপাশি ঠাকুরদাস বন্ধুর মৃত্যু নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। ।