উঃ দিনাজপুরউত্তরবঙ্গএক ঝলকে
রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে আয়োজিত হল করোনা সচেতনতা শিবির

রায়গঞ্জঃ পুলিশ কর্মীদের সচেতন করতে এবারে সচেতনতা শিবিরের আয়োজন করল রায়গঞ্জ পুলিশ প্রশাসন। শুক্রবার বিকেলে রায়গঞ্জ থানায় এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে পুলিশ কর্মীদের করোনা মোকাবিলায় নিজেদের সতর্ক থাকতে কী কী করণীয় সে বিষয়ে বিস্তারিত ভাবে আলোকপাত করা হয়। এই অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার। এদিন পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং, ডিএসপি প্রসাদ প্রধান, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ রায়গঞ্জ পুলিশ জেলার অধীন বিভিন্ন থানার আধিকারিক ও পুলিশ কর্মীরা। এর পাশাপাশি এদিন রায়গঞ্জ থানার সামনে পথ চলতি মানুষ ও থানায় আসা সাধারণ মানুষের হাত ধোয়ার জন্য বিশেষ বেসিনের উদ্বোধন করেন পুলিশ সুপার।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp