এক ঝলকেদঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
রাস্তায় ইট, বালি ফেলায় নিষেধাজ্ঞা জারি করল পুলিশ

সাগরদিঘী: রাস্তার উপরে ইঁট ,বালি,পাথর ফেলে রাখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনই উদ্যোগ নিল সাগরদিঘী থানার পুলিশ। রাস্তায় বালি পড়ে থাকলে কত বড়ো বিপদ ঘটতে পারে তাই নিয়ে চিন্তা-ভাবনাই করেন না কিছু মানুষ। প্রশাসনের তরফ থেকে বার বার মাইকিং করা সত্বেও কোন ভ্রুক্ষেপ নেই এদের। আজকে সাগরদীঘি থানার পুলিশ জে সি বি দিয়ে রাস্তার ধার থেকে সমস্ত বালি সরিয়ে ফেলে৷ এই কাজে কিছু মানুষের স্বার্থে ঘা লাগলেও, বেশিরভাগ মানুষই সাধুবাদ জানিয়েছেন পুলিশকে কারন রাস্তার এই মরণ ফাঁদের জন্য অনেকেই প্রাণ হারিয়েছেন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp