
জলপাইগুড়ি ঃ- জলপাইগুড়ি শিলিগুড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায় রাস্তার কাজে ব্যবহৃত রোলারে আগুন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। এদিকে স্থানীয় বাসিন্দারা ভয়ে ছুটোছুটি শুরু করে । প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাস্তা মেরামতের সময় আচমকা আগুন লেগে যায় একটি রোলারে । কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় জাতীয় সড়কের যানচলাচল। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা জানিয়েছেন পাশাপাশি তিনটি রোলার রাখা ছিল জাতীয় সড়ক নির্মাণ কাজের জন্য। হঠাৎ করে একটি রোলারে আগুন লেগে যায়। দমকল ও পুলিশের তৎপরতায় বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। কিছুক্ষণ পরে স্বাভাবিক হয় যানচলাচল। পুলিশ ও দমকল এ তাৎক্ষণিক জোরদার তৎপরতাকে ধন্যবাদ দিচ্ছে স্থানীয়রা|
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp