
লকডাউনের মাঝে ব্লাডব্যাংকে রক্ত-সঙ্কট দেখা দিতে পারে, এমনটাই আশঙ্কা ছিল প্রশাসনের। তাই এবার শিলিগুড়ি ট্রাফিক পুলিশের উদ্যোগে পানিটাঙ্কি ট্রাফিক পুলিশ গার্ডে শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরের উদ্বোধন করেন এডিসিপি ট্রাফিফ জস্মিত সিং। এছাড়াও উপস্থিত ছিলেন অন্য ট্রাফিক পুলিশ আধিকারিকরা।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp