এক ঝলকেদক্ষিণবঙ্গহাওড়া
যুদ্ধ জয়ী, করোনা যোদ্ধা

করোনা যুদ্ধে জয়ী হয়ে ঘরে ফিরলেন দুই উর্দিধারি। সুত্রের খবর, হাওড়া শিবপুর ট্রাফিক গার্ডের ওই দুই পুলিশ কর্মী সুস্থ হয়ে ইতিমধ্যেই কাজে যুক্ত হয়েছেন। ফুল ও মিষ্টি সহযোগে তাদের বরণ করে নিলেন সহকর্মীরা। দুই যোদ্ধাকে সুস্থ জীবন এবং সাফল্য কামনা করছে পুলিশ নিউজ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp