এক ঝলকে
মুর্শিদাবাদের হিরো ওসি বিপ্লব কর্মকার

মুর্শিদাবাদ: সুতি থানার ওসি বিপ্লব কর্মকার বিশ্ব পরিবেশ দিবসে নিজের হাতে গাছ লাগালেন। সুতির বিভিন্ন এলাকায় সাতশো বৃক্ষ রোপণ করা হলো থানার পক্ষ থেকে। প্রশাসনিক দায়িত্ব সামলেও সমাজ বান্ধব অনেক কাজকর্মের সাথে তিনি জড়িত থাকেন। তার নজির আগেও পাওয়া গিয়েছে। মানুষের সাহায্যে তিনি সর্বদা পাশে ছিলেন। খাদ্য সামগ্রী, জামা কাপড় দিয়ে দুর্গতদের সাহায্য করা বা বৃক্ষ রোপন সবেতেই রয়েছেন ওসি বিপ্লব কর্মকার।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp