এক ঝলকেদক্ষিণবঙ্গমুর্শিদাবাদ
মুর্শিদাবাদের লক্ষাধিক টাকার মাদক ফেনসিডিল সহ পুলিশের জালে ধৃত 2 পাচারকারী

মুর্শিদাবাদ : লক্ষাধিক টাকার মাদক ফেনসিডিল সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের জলঙ্গী থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির কাজীপাড়ার কাছে। ধৃতদের নাম রাজানগর নিবাসী মান্নান মোল্লা ও নরসিংহপুর নিবাসী জাহাঙ্গীর শেখ | ধৃতরা জেরায় পুলিশকে জানায় ওই নিষিদ্ধ কাফসিরাপগুলি একটি বড় বস্তায় পুরে টোটো গাড়িতে করে নিয়ে যাচ্ছিল রানিনগরের চর রাজানগর সীমান্তের দিকে।সেখানেই তা হস্তান্তর হয়ে সীমান্ত পার করে বাংলাদেশে পাচার করা হত বলে| পুলিশ সূত্রে খবর অভিযুক্তরা কাফসিরাপ গুলি নদীয়ার হোগোলবাড়িয়া থেকে নিয়ে আসছিলো।বৃহস্পতিবার রাতে জলঙ্গির ওসি উৎপল দাসের নেতৃত্বে পুলিশের নাকা চেকিংয়ে তারা ধরা পড়ে। শুক্রবার ধৃতদের বহরমপুর আদালতে তুললে বিচারক তাদের পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp