মুর্শিদাবাদের করোনা যোদ্ধাদের সম্বর্ধনা দিল পুলিশ সুপার

কোভিড ওয়ারিয়র ক্লাবের সদস্যদের নিয়ে বহরমপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। বহরমপুর জেলা পুলিশ সুপারের অফিসের মুর্শিদাবাদ জেলার ৩০ জন কোভিড ওয়ারিয়র ক্লাবের সদস্যদেরকে ফুল ও কোভিড ওয়ারিয়র লেখা গেঞ্জি দিয়ে সম্বর্ধনা জানানো হয়। সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি শ্রী মুকেশ, জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার, জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, চিকিৎসক অমরেন্দ্র নাথ রায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্রী প্রশান্ত বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন বিশেষ বাসে করে জেলা থেকে করোনায় সুস্থ হওয়া ৩০ জন সদস্যকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোভিড ওয়ারিয়র ক্লাব গোটা রাজ্যের মডেল হবে। মুর্শিদাবাদ জেলাকে দেখে গোটা রাজ্য করোনায় সুস্থ হওয়া সদস্যদের নিয়ে কোভিড ওয়ারিয়র ক্লাব গঠন হবে। এই ক্লাবের সদস্যরা করোনা আক্রান্ত রোগীদের সাহস যোগাবে ও তাদের দেখভালের দায়িত্ব পালন করবেন তারা। জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এদের সম্মানিক ভাতাও দেওয়া হবে।