এক ঝলকে
মুম্বাই পুলিশের ধমক খেলেন করিনা কাপুর

মুম্বাই: আনলক ওয়ানের পরে গত কয়েকদিন ধরেই মুম্বাইবাসীরা ভীড় জমাচ্ছিলেন জুহু বীচে ও মেরিন ড্রাইভেI আজ সকালে সাইফ আলি খান, স্ত্রী করিনা কাপুর ও শিশু সন্তান তৈমুরকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন মেরিনড্রাইভেI তাদের মুখে মাস্ক থাকলেও, মাস্ক ছিলো না ছোট্ট তৈমুরের মুখেI দেখতে পেয়েই কর্তব্যরত পুলিশের এক আধিকারিক ধমক দেন সইফ- করিনাকে। তাদেরকে মনে করিয়ে দিলেন যে শিশুদের এখন বাড়ির বাইরে আনা কIর্যত অপরাধ। ধমক খেয়ে অবশ্য কার্যত নিজেদের দোষ স্বীকার করে নেন এই সেলিব্রিটি দম্পতি এবং স্বত্বর নিজেদের ভুল শুধরে তৈমুরকে নিয়ে ঘরে ফিরে যান। মুম্বাই পুলিশের আজকের এই ব্যবহার আরও একবার প্রমাণ করল যে আইনের চোখে সবাই সমান, তেমনি পুলিশের চোখে এড়িয়ে কোন কিছুই করা সম্ভব নয়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp