এক ঝলকেদক্ষিণবঙ্গমুর্শিদাবাদ
মাস্ক-সচেতনতা ফেরাতে পথে পুলিশ
করোনার প্রাদুর্ভাব বাড়ছে দিন দিন। মারণ ভাইরাসের আক্রমণের হাত থেকে বাঁচতে মাস্ক পরার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। তারপরেও হুঁশ ফেরেনি এক শ্রেণীর মানুষের। মাস্ক ছাড়াই পথেঘাটে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। এঁদের সচেতনতা ফেরাতেই
রবিবার অভিযান চালাল বহরমপুর থানার পুলিস প্রশাসন। এদিন সকালে বহরমপুরের গান্ধীকলোনির কান্দি বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের মাস্ক পরতে বাধ্য করানো হয়। মাস্কবিহীন প্রায় ৪০ জনের নাম ও ফোন নং খাতায় নথিভুক্ত করেন পুলিশকর্মীরা। এদিন তাঁদের সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp