
জলপাইগুড়িঃ করোনায় জমায়েত বন্ধ থাকায় ও সামাজিক দূরত্ব বিধির জন্য জনসাধারণকে নিয়ে পাড়ায় পাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবির বন্ধ |সাধারণ জনসাধারণ ও এখন বিমুখ হাসপাতালে গিয়ে কোন সংকটকালীন রোগীর জন্য স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য | এদিকে করোনা আবহে প্রতিদিনই হাজার হাজার সঙ্কটজনক করোনা রোগী ও অন্যান্য রোগীর চিকিৎসার জন্য প্রয়োজন পড়ছে রক্তের| কিন্তু ব্লাড ব্যাংক গুলি এখন রক্তহীন| মাল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাডব্যংকের রক্ত সংকট মেটাতে শুক্রবার এগিয়ে এল নাগরাকাটা থানা| থানার প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করল নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন। এদিনের এই শিবিরে প্রায় ৮০ জন পুলিশ কর্মী রক্তদান করেছেন। এই শিবিরে সঞ্জু বাবু ছাড়াও ছিলেন বিধায়ক সুকরা মুন্ডা, তৃণমূলের ব্লক সভাপতি মনোজ মুন্ডা ও সমাজ সেবী সঞ্জয় কুজুর সহ অনেকেই। করোনা মহামারীর এই বিপদের দিনগুলিতে রক্তদানের মতো মহৎ সামাজিক কাজের উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা ধন্যবাদ জানান নাগরাকাটা থানার সমস্ত পুলিশ আধিকারিককে|