
জলপাইগুড়িঃ উত্তরবঙ্গের জলপাইগুড়ি নাগড়াকুড়া ওসি সঞ্জু বর্মন বরাবরই সমাজের স্বার্থে কাজ করে চলেছেন। লকডাউনের প্রথম থেকেই তিনি বিভিন্ন দায়িত্ব পালন করে চলেছেন। এবার তিনি আরও এক নতুন উদ্যোগ নিলেন। করোনা সংক্রমণ যাতে দ্রুত না ছড়ায় এবং একই সাথে দুর্ঘটনা এড়াতে বুধবার নাগরাকাটায় ট্যাবলো বের করে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রচার করল পুলিশ। এদিন নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মনের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে ওসি সাহেব ছাড়াও ছিলেন সুলকাপাড়া ব্লক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুপর্ন হালদার, বিধায়ক সুকরা মুন্ডা সহ অনেকেই। এদিন পুলিশের এই অনুষ্ঠান জনমানসে ব্যপক সাড়া পড়ে। সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ জানিয়েছেন সঞ্জুবাবু।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp