‘মানবিব পুলিশ’, রাস্তার পাশে পরে থাকা বৃদ্ধকে উদ্ধার করলো পুলিশ
হাবড়া: বয়স তাঁর ৭০। রাস্তার পাশে রয়েছেন পড়ে। হয়ত তিনি করোনা আক্রান্ত বা হয়ত নয়। তবে তাঁর প্রতি কোনও মানবিকতা দেখালো না এলাবাসীরা। সেইসময় আরও একবার সামনে এল পুলিশের মানবিক মুখ। রাস্তার পাশে পড়ে থাকা সত্তরোর্ধ বৃদ্ধকে দিলেন ঔষধ,জল,খাবার। তারপর উন্নত চিকিৎসার জন্য ভর্তি করালেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। পুলিশের এই মানবিক রুপ দেখল উত্তর ২৪ পরগনার হাবড়া থানার অন্তর্গত বনবনিয়া চৌমাথা এলাকায়।পুলিশ সুত্রে জানা গিয়েছে,হাবড়া থানার পুলিশ রবিবার সকালে টহল দিচ্ছিলেন। সেই সময় এএসআই মীর আলাউদ্দিন
দেখতে পান বছর সত্তরের এক বৃদ্ধ রাস্তার পাশে পড়ে রয়েছেন।পুলিশ গাড়ি থেকে নেমে এএসআই মীর আলাউদ্দিন সহ অন্যান্য সহযোগী পুলিশ কর্মীরা তরিঘড়ি বৃদ্ধকে রাস্তার পাশ থেকে তুলে জল এবং খাবার খাইয়ে কিছুটা সুস্থ করেন।এমনকি শরীরের একাধিক জায়গায় কাঁটা ছেঁড়া রক্তের দাগ থাকায় স্থানীয় চিকিৎসকের কাছ থেকে ওষুধ কিনে তাঁকে খাইয়ে বৃদ্ধকে কিছুটা সুস্থ করেন।পরে একটি ভ্যানে করে বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। বৃদ্ধ মানষিক ভাবে অসুস্থ থাকায় নাম বা ঠিকানা এখনো সঠিক ভাবে বলতে পারছেন না।তবে স্থানীয় বাসিন্দারা জানান,গত দুই দিন ধরে ঐ এলাকায় অপরিচিত এই বৃদ্ধকে দেখতে পায় তবে ইচ্ছে থাকলেও করোনার ভয়ে কেউ বৃদ্ধকে সাহায্য করবার জন্য এগিয়ে আসেননি। তবে পুলিশের এই মানবিকতায় আরও একবার প্রমান হল মানুষ মানুষেরই জন্য।