মানবিকতার অনন্য নজির গড়ল সুন্দরবন পুলিশ জেলা

আমফান বিধ্বস্ত সুন্দরবন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারির উপস্থিতিতে ফ্রেজারগঞ্জ দীপক হোটেলে একটি ত্রাণ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকার আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য শাড়ি, জুতো, ত্রিপল বিভিন্ন ধরনের জামা কাপড়, থালা বাটি গ্লাস বিলি করা হয়। তার মধ্যে 600 টি শাড়ি,110টি এিপল,280 জোড়া চপ্পল দেয়া হয়। একটি অরাজনৈতিক সংস্থার সহযোগিতায় এই এান গুলি তুলে দেওয়া হয়। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার সুন্দরবনের দুঃস্থ দরিদ্র মানুষকে সহযোগিতা করার জন্য সংস্থাকে ধন্যবাদ দেন। SP বৈভব তেওয়ারি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ ASP( জোনাল)সন্তোস কুমার মন্ডল, SDPO অনুল কুমার রায়,CI কাকদ্বীপ সুব্রত ঘোষ, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার OC রাজু বিশ্বাস,সংস্হার পক্ষে স্বাতী গৌতম,মঞ্জুলা সিং প্রমুখ্।আমফান এ ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলোর পাশে থাকার জন্য আবেদন করা হয় সকলকে ।