এক ঝলকেউঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
মাদক সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল দেগঙ্গা থানার পুলিশ
নিউজ ডেস্ক, বারাসাত: বড়োসড়ো সাফল্য পেলো দেগঙ্গা থানার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দেগঙ্গার বিডিও অফিস পাড়া ও অম্বিকানগরে দুটি বাড়িতে হানা দিয়ে মাদক তৈরির কারখানার হদিশ পেল পুলিশ। পুলিশ উদ্ধার করে ৪০ লিটার নিষিদ্ধ ক্লোরোডাইন মিকচার,২০০ বোতল ফেনসিডিল,প্যাকেজিং মেশিন, প্রচুর কাঁচা মাল, একটি মিনি ম্যাটাডোর ও একটি জাইলো গাড়ি। সেইসঙ্গে দুই ব্যক্তিকে গ্ৰেফতার করে পুলিশ।গ্ৰেফতার হওয়া দুই ব্যক্তির নাম স্বপন সরদার, সাবুর গাজি। ধৃতদের বৃহস্পতিবার
পুলিশি হেফাজত চেয়ে বারাসত আদালতে হাজির তোলা হয়। পুলিশ সূত্রে খবর, এখানে নিষিদ্ধ কাফ সিরাপ তৈরি করা হতো।এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত। সেইসঙ্গে কোনও আন্তর্জাতিক চক্র জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp