
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে,নারায়ণপুর হাসপাতাল পাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ।অভিযানে উদ্ধার হয় মাদক দ্রব্য ও বিপুল পরিমাণে নগদ টাকা।ঘটনায় এক মহিলা সহ চারজনকে জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতরা হলেন,সুফিয়া বিবি(৪০),হারমুজ শেখ(৪৭),মোহাম্মদ কুরবান শেখ(২১)ও হেদায়েতুল্লাহ শেখ(২৭)।পুলিশ উদ্ধার করেছে ২৬৮ গ্রাম ব্রাউন সুগার,৫১২ গ্রাম আফিম আঠা ও ১০ লক্ষ ১২ হাজার পাঁচশো আসল ভারতীয় টাকা। পুলিশ জানিয়েছে,হারমুজ শেখ নামে ওই ব্যক্তির বাড়ি থেকে সমস্ত জিনিস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টাকাগুলি মাদক পাচারের টাকা বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। পাশাপাশি এই পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত তাদের চিহ্নিত করতে ইতিমধ্যে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।