
জলপাইগুড়ি: গোপন সূত্রের খবর পেয়ে আরও একবার কোতোয়ালি থানার পুলিশ গোশালা মোড় থেকে গাঁজাসহ একটি ট্রাক আটক করেছে।ট্রাকটি কোচবিহার জেলার অন্তর্গত নিশিগঞ্জ থেকে আসছিল।২১৮ কেজিরও বেশি ১০০টি গাঁজার প্যাকেট আটক করা হয়েছে,যা ট্রাকের একটি লোহার তৈরি ইম্প্রোভাইজড চেম্বারে রাখা হয়েছিল।এখন পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।কোতোয়ালি থানার পুলিশ মাদক পাচারের বিরুদ্ধে তাদের অভিযান সফলভাবে চালাচ্ছে।পুলিশের এই কর্মকাণ্ড কে সাধুবাদ জানিয়েছেন জলপাইগুড়ি জেলার মানুষ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp