এক ঝলকে
মাঠ থেকে উদ্ধার মেয়ের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি,ফরাক্কা: মেলার মাঠ থেকে একটি মেয়ের মৃতদেহ উদ্ধার।মৃতের নাম ফিরদোষী খাতুন। বাড়ি মহেশঘাটি ,থানা বারহাওরা,সাহেবগঞ্জে।ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়াগ্রামে।
মৃতের বাবা রফিকুল শেখ জানান, ২৪ তারিখ থেকে নিখোঁজ ছিল মেয়ে। বারহাওরা থানায় লিখিত অভিযোগ জানানো হয় এবিষয়ে।
সোমবার দুপুর ১২ টার সময় খবর আসে ফরাক্কার ব্যারেজ এ একটি মেয়ের মৃত দেহ উদ্ধার হয়।দেহ উদ্ধার করে সিআইএসএফ। দেহ শনাক্ত করার জন্য আসে পরিবারের লোকজন।
পরিবার সুত্রে জানা গিয়েছে, এলাকারই এক ছেলের সম্পর্ক ছিল ওই মেয়েটির। ওই যুবকই মেয়ে কে খুন করেছে বলে দাবি পরিবারের। ওপর দিকে মৃতের পরিবারে অপর এক সদস্য জানান, ওই ছেলের বাড়ির সঙ্গে অনেক দিনের একটা পারিবারিক ঝামেলা চলছিলো। তারই জেরে হয়তো এই খুন। অভিযুক্তের অবিলম্বে শাস্তির দাবি করছেন মৃত মেয়ের পরিবার।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp