মহাকরণের সামনে চলল গুলি। আত্মঘাতী পুলিশকর্মী

রাইটার্স বিল্ডিং এর প্রেস কর্নারে সামনে চলল গুলি। ঘটনায় মৃত এক পুলিশকর্মী। নিজের সার্ভিস রিভলভার থেকেই গুলি। আর তাতেই মৃত্যু হয় সেই পুলিশ কর্মীর। নিজেই আত্মহত্যা করেছেন নাকি অসাবধানতার বসে গুলি ছুটেছে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর ৩ টে ৩৫ মিনিট নাগাদ। মহাকরণে ৬ নম্বর গেটে সামনের দায়িত্বে ছিলেন ওই পুলিশকর্মী। সেখানেই একটি চেয়ারে বসে ছিলেন তিনি। আচমকাই গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। ছুটে আসেন অন্যান্য কর্মীরাও। দেখা যায় গুলিটি এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে তার মুখমণ্ডল। আর সার্ভিস রিভলবারটি পড়ে রয়েছে পাশে।
পুলিশ সূত্রে খবর, তার নাম নিয়ে প্রথমে ধন্দ থাকলেও আসলে তার নাম বিশ্বজিৎ কারক। 34 বছর বয়সী ওই পুলিশকর্মী এখানে লেকটাউনে থাকতেন। তিনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। কর্মসূত্রে এখানে থাকা। জানা গিয়েছে, গুলি মুখের নিচের দিকে ওপরের দিকে গেছে। মুখ ফুঁড়ে গুলি গিয়ে লাগে গেটের আর্চের দেওয়ালে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশকর্মীকে হাসপাতালে পাঠানো হয়। এই গেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, কোনও ভিআইপি বা ভিজিটর এলে, তাঁরা এই গেট দিয়েই প্রবেশ করেন। ঘটনার পরই বিশাল পুলিশবাহিনী জায়গাটি ঘিরে নিয়েছে। যদিও পুলিশের সামনে বেশ কয়েকটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। তাদের মতে গুলি কি অসাবধানতাবশত চলেছে? নিছক দুর্ঘটনা? না কি আত্মহত্যা? ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।