এক ঝলকেকলকাতাকলকাতা পুলিশদক্ষিণবঙ্গ
মহাকরণের সামনে আত্মঘাতী কনস্টেবল

মহাকরণের সামনে আত্মঘাতী এক পুলিশ কনস্টেবল।মহাকরণের ৬ নম্বর গেটের সামনে সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মহত্যা পুলিশকর্মী কনস্টেবলের। মৃত পুলিশ কর্মীর নাম বিশ্বজিত কারক। বিশ্বনাথ পঞ্চম ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, মার্ক ফোর গ্রুপের রাইফেল থেকে এই দুর্ঘটনা ঘটেছে। উচ্চ পদস্থ অফিসাররা এই ঘটনায় তদন্ত শুরু করেছে কি কারনে এই ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp