এক ঝলকেদক্ষিণবঙ্গপূর্ব বর্ধমান
ভুয়ো পুলিশের সেজে পুলিশের চাকরির টোপ, গ্রেফতার চার প্রতারক

পুলিশ অফিসার পরিচয় দিয়ে পুলিশে চাকরী দেওয়ার নাম করে প্রতারণা। পুলিশের জালে চার প্রতারক। চারজনকে গ্রেফতার করলো বর্ধমানের রায়না থানার পুলিশ। তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। ধৃতদের কাছ থেকে উদ্ধার পুলিশের জাল স্ট্যাম্প,প্যাড। বাজেয়াপ্ত তাদের ব্যবহৃত একটি চারচাকা গাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে প্রতারনা করার জন্য এবং নিজেকে পুলিশের বড় অফিসার বোঝানোর জন্য নীল বাতি লাগানো গাড়িও ব্যবহার করতো অভিযুক্তরা। ধৃতদের মঙ্গলবার বর্ধমান আদালতে তোলা হয়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp