
লকডাউনের সুযোগে, পন্যবাহী গাড়িতে ভুট্টার বস্তার আড়ালে, গাজা পাচার করার খবরে পেয়ে দোষী দের গ্রেফতার করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। শুক্রবার, গোপন সুত্রে খবর পেয়ে ৩১ নং জাতীয় সড়ক এর তিস্তা সেতু সংলগ্ন এলাকায় একটি ভূট্টা বোঝাই ট্রাক কে আটক করে পুলিশ।সেই ট্রাকের ভূট্টার বস্তার ভেতর থেকে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে কোচবিহারের নিশিগঞ্জ থেকে বিহারের উদ্দেশ্যে সেই গাঁজা পাচার করার চেষ্টা করা হচ্ছিল। এই নিয়ে গত একমাসে মোট ৫ দফায় প্রায় সাত কুইন্টাল গাজা উদ্ধার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় এক্সুকেটিভ ম্যাজিস্ট্রেট আসাজ্জামান হাসমিন জানান প্রায় তিন কুইন্টাল গাজা সমেত একজন কে গ্রেফতার করেছে পুলিশ। কোচবিহার থেকে বিহারে পাচার হচ্ছিলো এই বিপুল পরিমান গাজা। তদন্ত শুরু করেছে পুলিশ।