এক ঝলকেদঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
ভাঙরে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে কুখ্যাত দুই দুষ্কৃতী

বারুইপুর : অস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাঙ্গড় থানার পুলিশ। তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভাঙ্গড় থানা ওই দুই দুষ্কৃতী সম্পর্কে গোপন সূত্রে খবর পায়। তারপরেই পুলিশ ওই দুই দুষ্কৃতীকে ভাঙড়ের বড়ালী এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের একজনের নাম নিজাম আলী মোল্লা ওরফে শুকুর। শুকুরের বয়স ২২। এবং অন্যজনের নাম রাজু মোল্লা, যাঁর বয়স ৩৪। ধৃতদের বিরুদ্ধে এর আগেও অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। তাঁদের অস্ত্র আইনে আদালতে পাঠানো হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp