মুর্শিদাবাদ
বড়সড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ
নিজস্ব সংবাদদাতা: বড়সড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ।তিন যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো মুর্শিদাবাদের হরিহর থানার পুলিশ। জানা গেছে, রবিবার ডাকাতির উদ্দেশ্যে সারিতলা মাঠ সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিল সাত থেকে আটজন যুবক। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রাতেই অভিযান চালায় ওই এলাকায়।সেখান থেকেই তিন যুবককে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন মিলন শেখ , রুবেল মন্ডল ও হানিফ শেখ । তাদের বাড়ি হরিহরপাড়া থানার কাঞ্চন নগর এলাকায়। এদের কাছ থেকে ৭.৫ এম এম পিস্তল ও একটি মাস্কেট সহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে হরিহরপাড়া থানার পুলিশ । যদিও বাকিরা পলাতক। সোমবার ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়। বিচারক তাদের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp