ব্রাউন সুগার কারবারিতে রায়গঞ্জে ধৃত তিন

রায়গঞ্জ: ব্রাউন সুগারের কারবারে জড়িত তিন কারবারিকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ।ঘটনাটি বৃহস্পতিবার বিকেলের। গোপন সুত্রে খবর পেয়ে রায়গঞ্জের কুলিক পক্ষিনিবাস সংলগ্ন শিয়ালমনী ফরেস্ট এলাকাতে তল্লাশি চালিয়ে ওই তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের নাম বাপ্পা সরকার(৩২) রায়গঞ্জের পশ্চিম বীরনগর এলাকার বাসিন্দা, অজয় মন্ডল(২৬)রায়গঞ্জের রবীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা এবং অপরজন বিক্রম সাউ(১৮) রায়গঞ্জের বন্দরের নেতাজী সুভাষ কলোনী এলাকার বাসিন্দা। এদিন ধৃতদের কাছ থেকে দুটি প্যাকেটে মোট প্রায় ৪৪গ্রাম ব্রাউন সুগার, একটি মাদক মাপার যন্ত্র, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ। এই লক ডাউন পরিস্থিতি এবং তার উপর করোনার মহামারির সময়েও রায়গঞ্জ থানার পুলিশের এই মাদক বিরোধী অভিযানের পরপর বেশ কয়েকটি সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন জেলার সাধারন মানুষ।