
বেআইনি মদের ঠেকে পুলিশি হানা। গ্রেফতার ২। ধৃতরা হলেন উত্তম সরকার ও রাজা সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থানা এলাকায় বেআইনি মদের আসর বসাতো বেশ কয়েকজন ব্যক্তি। এলাকার স্থানীয়দের অভিযোগ সন্ধ্যা নামলেই বেআইনি মদের আসর ঘিরে নানা রকম অনৈতিক কাজ চলতো। যার জেরে যাতায়াত দুষ্কৃর হয়ে উঠেছিল স্থানীয়দের। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ও বুধবার পরপর দুদিন শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ গোপন অভিযান চালায় বেআইনি মদের ঠেকে। প্রথমদিন পুলিশের আভাস পেয়ে আসর ভেঙে সকলে পালিয়ে গেলেও পুলিশ হাতেনাতে পাকড়াও করে রাজু সরকার নামে ওই আসরের থাকা এক যুবককে। তার যোগসূত্র ধরে বুধবার ফের এক বেআইনি মদের ঠেকে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় উত্তম সরকার নামে এক নেশাগ্রস্থ ব্যক্তিকে। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।…
—
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp