এক ঝলকেদঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
বেআইনি আগ্নেয়াস্ত্র সহ কুলতলী থানার পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী

বারুইপুর জেলা পুলিশ ও কুলতলী থানা পুলিশের যৌথ প্রয়াসে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে লাগাতার অভিযান চালায় বারুইপুর জেলা পুলিশ ও কুলতলী থানার পুলিশ। সেখানেই সাফল্য পায় তাঁরা। এই অভিযানে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে বারুইপুর জেলা পুলিশ ও কুলতলী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালায় কুলতলী থানা। ওই এলাকার দক্ষিণ দুর্গাপুরের বাসিন্দা অম্বর ঘরামীকে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়। অম্বর ঘরামীর কাছ থেকে দুটি ওয়ান শাটার পাইপ গান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। যৌথভাবে ঘটনার পূর্ণ তদন্ত চালাচ্ছেন বারুইপুর জেলা পুলিশ ও কুলতলী থানার পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp