
শিলিগুড়ি: দেড় বছর ধরে শিলিগুড়ির কোকড়াজোতের বাসিন্দা এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবক একাধিক বার জোরপূর্বক সহবাস করে। যুবতীর পরিবারের তরফে বিয়ের কথাও পাকা হয়ে যায়। তবে বিয়ের দিন নির্ধারণের কথা হলেই নানা অজুহাত দিয়ে বিষয়টি এড়িয়ে যেতে লাগে যুবক। সম্প্রতি যুবতীর পরিবারের তরফে বিয়ের কথা বললে সে বিবাহ বন্ধনে আবন্ধ হতে অস্বীকার করে এবং যোগাযোগ বন্ধ করে দেয়। বুধবার যুবতী ওই যুবকের বিরুদ্ধে খরিবাড়ি থানায় অভিযোগ দায়ের করে। এদিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম সোনাই গণেশ(২২)। বৃহস্পতিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষনের মামলা দায়ের হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp