উঃ দিনাজপুরউত্তরবঙ্গএক ঝলকে
বিহারে এ্যাম্বুলেন্সে মদ পাচারের পথে পুলিশের জালে গ্রেফতার

অ্যাম্বুলেন্সে করে মদ পাচারের চেষ্টা। পথে পুলিশের জালে গ্রেফতার ওই পাচারকারী। ধৃত যুবকের নাম প্রসেনজিৎ দাস, বাড়ি কারণদীঘি থানার খিকিরটোলা এলাকায়।উদ্ধার প্রায় এক লক্ষ দশ হাজার টাকার বিদেশি মদ। শুক্রবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ডালখোলা থানার ভূষামনি সংলগ্ন ডালখোলা বাইপাস এলাকায় করণদীঘি থেকে একটি অ্যাম্বুলেন্সে বিদেশি মদ পাচার হচ্ছিল বলে খবর পায় পুলিশ। এরপরেই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। তখনই উদ্ধার হয় মদের বোতলগুলি। মদ পাচার চক্রের পেছনে একটি বড় চক্রের হাত রয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp