
জলপাইগুড়ি: প্রতিদিনের মত এদিনও নাগরাকাটার বিভিন্ন এলাকার গরিব ও দুঃস্থ পরিবারের হাতে খাবারের প্যাকেট তুলে দিলেন ওসি সঞ্জু বর্মন। তবে এবারের গল্পটা একটু অন্যরকম। এদিন প্রায় সাড়ে পাঁচশো দুঃস্থ মানুষকে বিরিয়ানি খাওয়ালেন সঞ্জু বাবু। মাটন বিরিয়ানির প্যাকেট বাজারে এবং চা বাগানের গরিব মানুষদের মধ্যে বিলি করলেন তিনি। লকডাউনের এই দুঃসময়ে হাতে বিরিয়ানি পেয়ে সকলেই বেজায় খুশি। সঞ্জু বাবুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সবাই।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp