বিমার টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারনা
বিমার টাকা পাইয়ে দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা লোপাটের অভিযোগ।সেইসঙ্গে অপহরণেরও অভিযোগ । উত্তর ২৪ বসিরহাট হাড়োয়া থানার বাগানআটি গ্রামের ঘটনা।জানা গেছে,বয়স ৫২-র হাশেম মোল্লা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।গত দুবছর আগে তাঁর স্ত্রী মনোয়ারা বিবির অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। স্ত্রীর নামে হাশেম মোল্লা কুড়ি লক্ষ টাকার বিমা করেছিলেন। তবে স্ত্রীর মৃত্যুর পর বিমার টাকা ফেরত পান্নি। সেই কারনে যোগাযোগ করেন নিউটাউনের একটি সংস্থার সঙ্গে। সেখানেই হাশেমের সঙ্গে পরিচয় হয় অমিত বয়াণাড়জী সহ বিশ্বজিত ঘোষ ও নেহা সেনের সঙ্গে।তারা হাশেমকে বিমার কুড়ি লক্ষ টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। সেই জন্য ধাপে ধাপে প্রায় ১০ লক্ষ টাকা নেন বলে জানা গেছে। গত ১৫ জুলাই হাশেমকে টেলিফোনের মাধ্যমে ডাকা হয়।অভিযোগ তাকে আটকে রাখা হয় এবং খুনের হুমকি দেওয়া হয়। এরপর থেকেই হাশেমকে নিখোঁজ বলে জানায় তার পরিবার।এরপরই হাশেমের পরিবার হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।