আলিপুরদুয়ারউত্তরবঙ্গএক ঝলকে
বিভিন্ন কোম্পানির সিগারেটসহ ধৃত ১

জয়গাঁও: একটি গোপন তথ্যের ভিত্তিতে, জয়গাঁও পুলিশ অভিযান চালিয়ে বউবাজারের কাছ থেকে একটি গদি বোঝাই ট্রাককে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায় ট্রাকটি ভুটানের দিকে যাচ্ছিল। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে জয়গাঁও থানার পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের ৬৫০ বাক্স সিগারেটের উদ্ধার করে যার মোট মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা। ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং আইপিসির বিভিন্ন ধারায় জয়গাঁও পুলিশ সুনির্দিষ্ট মামলা শুরু হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp