
বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার। উদ্ধার প্রায় দশ হাজার ফেনসিডিল কাশির সিরাপ। সেইসঙ্গে গ্রেফতার শ্রীরামপুরের যুগ্নু মহন্ত এবং পশ্চিম হালদারপাড়ার কৃষ্ণ হালদার। উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। মঙ্গলবার মালদা পিএসের একটি দল ছোট কাদিরপুর থেকে উদ্ধার হয় ফেনসিডিলের বোতলগুলি। এদিন তল্লাশি চলাকালীন একটি বোলেরো পিক আপ ভ্যান ভ্যান থেকে ফেনসিডিল গুলি উদ্ধার হয়। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর হয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। গ্রেফতার দু’জনেরই বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp