উঃ ২৪ পরগনাএক ঝলকেদক্ষিণবঙ্গ
বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, বরাত জোরে বাঁচল প্রাণ
ফের আক্রান্ত এক বিজেপি নেতা. উত্তর 24 পরগনার নৈহাটিতে ব্যাপক চঞ্চল্য। বিজেপির অভিযোগ, ঘটনার নেপথ্যে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের তরফে।
ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। এদিন জগদ্দলের মেঘনা এলাকায় দলীয় একটি কর্মসূচিতে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন বিজেপি নেতা গনেশ দাস। গেরুয়া শিবির সূত্রে খবর, যে গাড়িতে গনেশ ফিরছিলেন, তার পিছু নেয় একটি বাইক. আচমকাই চলন্ত গাড়ি লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। তিনটি গুলিই লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান গণেশ।
বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গণেশকে খুন করতে চেয়েছিল। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই এসব করছে শাসক শিবির।
গেরুয়া শিবিরের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp