বাসন্তীতে গুলির লড়াই, নিহত এক

দক্ষিণ 24 পরগনা : বুধবার এলাকা দখলকে কেন্দ্র করে এর উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী। গুলি-বোমা লড়াইয়ে নিহত হলেন এক ব্যক্তি। নিহত ব্যক্তি ওই এলাকায় শাসক দলের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। নিহতের নাম আমির আলী সর্দার।(৬০) । ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ফুল মালঞ্চ 10 নম্বর এলাকায়। স্থানীয় সূত্রে খবর বুধবার সকালে হঠাৎই আমির আলীকে ঘিরেই ধরে বেশ কয়েকজন দুষ্কৃতী। তাকে লক্ষ্য করে ছোড়া হয় এলোপাথাড়ি বোমা ও গুলি। চলে কয়েক রাউন্ড গুলিও। সেই গুলিতে নিহত হয় আমী আলী সরদার।স্থানীয় প্রতিবেশীরা জানান বাড়ি থেকে বেরিয়ে যখন ভোরে নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগের তীর স্থানীয় শাসক দলের প্রধানের। মূলত এলাকায় দখলকে কেন্দ্র করে এ ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। খবর পেয়েই এলাকায় পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। থানা সূত্রের খবর এলাকায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। খুনের তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ