এক ঝলকেদঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
বারুইপুর মহিলা পুলিশের তরফে আয়োজিত হল জাতীয় চিকিতসক দিবস

দঃ ২৪ পরগনার বারুইপুরে এসডি হাসপাতালে পালন করা হল চিকিতসক দিবস। সেখানে উপস্থিত ছিলেন বারুইপুর থানার এসপি, অতিরিক্ত এসপি। তারা সকলে বারুইপুর এসডি হাসপাতালের চিকিতসকদের সম্মান জানান। চিকিতসকদের হাতে তুলে দেওয়া হয় পিপিই এবং স্যানিটাইজার। অন্যদিকে স্থানীয় ভাই ভাই সংঘ ক্লাবের তরফে ফলভর্তি ঝুড়ি দেওয়া হয় চিকিতসকদের।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp