
*বাইকচুরির কিনারা করতে গিয়ে একদিনে বাইক পাচারচক্রের হদিশ পেল শিলিগুড়ি পুলি
* ২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া বাইক সহ পুলিশের হাতেনাতে পাকড়াও বাইক চুরি চক্রের পাণ্ডারা। সোমবার শিলিগুড়ি পানিট্যাংকি ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩রা জুলাই শিলিগুড়ি চার্চ রোড এলাকা থেকে একটি বাইক চুরি যায়। ৪ঠা জুলাই অভিযোগ দায়ের করেন বাইকের মালিক শিলিগুড়ি পানিট্যাংকি ফাঁড়ির পুলিশের কাছে। ঘটনার তদন্তে নেমেই শিলিগুড়ি বিদ্যাচক্র কলোনি থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম তপন পাল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাইক চক্রের গ্যাংয়ের হদিশ পায় পুলিশ। তদন্তে নেমে বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত শিলিগুড়ির মহানন্দা পাড়া থেকে দিলীপ ও ভিকি নামে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে মালবাজার থেকে চক্রের সঙ্গে যুক্ত অপর পান্ডা তপন রাইকে গ্রেফতার করে পুলিশের তদন্তকারী দল। তার কাছ থেকে উদ্ধার হয় শিলিগুড়ি থেকে চুরি যাওয়া ওই বাইকটি সহ আরও তিনটি মোটরবাইক উদ্ধার করে পুলিশ। সোমবার চার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।