এক ঝলকেদক্ষিণবঙ্গনদিয়া
বাংলাদেশি গ্রেফতার
অবৈধভাবে বাংলাদেশ যাওয়ার পথে এক মহিলাকে গ্রেফতার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। ধৃতের নাম আমিনা মণ্ডল। পুলিশ সূত্রের খবর, আমিনার বাড়ি বাংলাদেশের বরিশালে। মাস কয়েক আগে চোরাপথে ভারতে প্রবেশ করেছিল আমিনা। অভিযোগ, শুক্রবার রাতে ধানতলার দত্তপুলিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তোলা হয় আদালতে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp