এক ঝলকেদক্ষিণবঙ্গবাকুড়া
বাঁকুড়ার গরু হাট পার্শ্ববর্তী ক্যানেলে অজ্ঞাত লাশ, তদন্তে পাত্রসায়ের থানা

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: সাত সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ, যা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার গরু হাট সংলগ্ন এলাকায়। সেখানকার ক্যানেলে এদিন সকালে স্থানীয়রা ওই মৃতদেহকে দেখতে পান। ক্যানেল পাড় দিয়ে হাটতে গেলে ক্যানেলের জলে স্থানীয়রা দেখেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। যা দেখা মাত্রই পাত্রসায়ের থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছান পাত্রসায়ের থানার পুলিশ। এরপর পাত্রসায়ের থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় মৃতদেহটিকে উদ্ধার করা হয়। এবং ময়নাতদন্তের জন্য বাঁকুড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে| তবে মৃতদেহটি কোথা থেকে এসেছে, কী ভাবে মৃত্যু হয়েছে তাঁর, মৃত ব্যক্তির পরিচয় কী, এই সমস্ত বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পাত্রসায়র থানার পুলিশ|
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp