
ফেরি ঘাট মালিক ও মাঝিদের সতর্ক করতে বৈঠক করলো মালদার মানিকচক ব্লক প্রশাসন। রবিবার মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গণে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন সিআই সঞ্জয় ঘোষ,যুগ্ম বিডিও রমেশ মন্ডল,মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী, সহ প্রশাসনিক কর্তারা। প্রশাসনিক নির্দেশিকা বোঝানো হয় সকল ঘাট মালিক ও নৌকার মাঝিদের।
বর্ষা আসতেই জলস্তর বৃদ্ধি পেয়েছে মানিকচক ব্লকের অন্তর্গত ফুলাহার গঙ্গা সহ সমস্ত নদীতে।এমন অবস্থায় নদী পথে নৌকায় যাত্রী পারাপারে নির্দেশিকা জারি করেছে প্রশাসন।সেই নির্দেশিকা এই বৈঠকের মাধ্যমে মাঝি ও ঘাট মালিকদের বোঝানো হয়।কম পরিমাণে যাত্রী পারাপার ও নৌকায় পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ব্যবহার করা এই সমস্ত নির্দেশ দেন প্রশাসনিক কর্তারা।
এ প্রসঙ্গে রতুয়া সিআই সঞ্জয় ঘোষ জানিয়েছে, জলস্তর বৃদ্ধি পাবে প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই সমস্ত নির্দেশিকা বোঝাতে ঘাট মালিক ও নৌকার মাঝিদের নিয়ে বৈঠক করা হয়েছে। প্রতিনিয়ত ঘাটগুলোতে তীক্ষ্ণ নজরদারি চালানো হবে।নির্দেশিকা উপেক্ষা করলে নৌকায় আটক ও মাঝিদের গ্রেফতার করা হবে।প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়া হবে।