বর্ধমানের তেজগঞ্জ স্কুল পাড়ায় বৃদ্ধ খুনে তদন্তে ঘটনাস্থল থেকে সিআইডি নিল ফিঙ্গারপ্রিন্ট, আলমারিতে মিলেছে ফিঙ্গারপ্রিন্টের দাগ

বর্ধমান:- বর্ধমানের তেজগঞ্জ স্কুল পাড়ায় বৃদ্ধ খুনে তদন্তে ঘটনাস্থলে এলেন সিআইডি ফিঙ্গার প্রিন্টের দুই সদস্যের প্রতিনিধি দল। ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ শৈবাল দত্তের নেতৃত্বে আসে টিমটি। বাড়ির মধ্য থেকে সংগ্রহ করা হয় নমুনা। প্রাথমিক অবস্থায় আলমারীতে মেলে ফিঙ্গার প্রিন্টের দাগ। প্রসঙ্গত,
বৃহস্পতিবার রক্তাত্ব অবস্থায় বাড়ি থেকে উদ্ধার হয় বৃদ্ধের দেহ। মৃতের নাম গোরাচাঁদ দত্ত (৮৪)।তিনি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অবসরপ্রাপ্ত কর্মী। পরিবারের তরফে অভিযোগ, বাড়িতে একা থাকার সুযোগে দিনের বেলায় চুরির উদ্দেশ্যে আসা দুষ্কৃতীরা বাঁধা পেয়েই খুন করে বৃদ্ধকে।গোটা বাড়ির আলমারী তছনছ অবস্থায় ছিলো। চুরির উদ্দেশ্যে খুন নাকি চুরির ঘটনা কে সামনে রেখে ব্যক্তিগত আক্রোশ বশতই শুধু খুন করা হয়েছে গোরাচাঁদ বাবুকে তারই জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ| সূত্রের খবর, বাড়িতে বৃদ্ধ ও তাঁর স্ত্রী থাকতেন।স্ত্রী বৃহস্পতিবার বোনের বাড়ি বেড়াতে যান।সেই সময় বাড়িতে একাই ছিলেন বৃদ্ধ। বোনের বাড়ি থেকে ফিরে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন স্ত্রী মিরা দত্ত।
এমনকি বাড়িতে ঢোকার সময় বাড়িতে এক যুবককেও দেখেন। বৃদ্ধের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে ওই যুবকের সম্বন্ধে জানতে পেরে সন্দেহজনক যুবকের খোঁজে তল্লাশি ও শুরু করেছে পুলিশ|