বধূ খুনে গ্রেফতার এক

টানা দুমাস পর হাবড়া নাংলা বিলে বধূ খুনে গ্রেফতার আরও এক অভিযুক্ত।
ধৃতের নাম সুদাম বিশ্বাস।বাড়ি হাবড়া থানার অন্তর্গত গোয়ালভাটি বিলপাড়া এলাকায়।পুলিশ সুএে জানা গিয়েছে,হাবড়ায় নাংলা বিল থেকে ৩ মের সন্ধ্যায় উদ্ধার হয় সুনীতি বিশ্বাসের নলি কাঁটা অবস্থায় রক্তাক্ত দেহ। তদন্তে নেমে হাবড়া থানার পুলিশ প্রায় দুমাস পর সোমবার বিকেলে এক অভিযুক্ত বিপ্লব হালদারকে গ্রেফতার করা হয়। পুলিশি হেফাজতে ধৃতকে জেরা করে মঙ্গলবার গভীর রাতে বধূ খুনের ঘটনায় আরও এক অভিযুক্ত সুদাম বিশ্বাস গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত বধূর বাড়ি হাবড়া থানার ফুলতলা মোড়ল পাড়া এলাকায়।গৃহবধূর স্বামী অশোক বিশ্বাস কর্মসুএে অন্যত্র থাকেন।কয়েক মাস আগে মেয়ের বিয়ের পর এক মাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন।চলতি বছরের মে মাসের ৩ তারিখের বিকেলে বাড়ি থেকে কিছুটা দুরে নাংলার বিলের মাঠে রক্তাক্ত নলি কাটা দেহ উদ্ধার হয়। হাবড়া থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করেন। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানা যায়। ঘটনার তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ধৃত দুই এবং তার সঙ্গে যুক্ত থাকা কয়েকজন মিলে প্রতিনিয়ত ঐ মাঠে গিয়ে বিভিন্ন ধরনের নেশা করেন। তাই এই ঘটনার সঙ্গে মুলত কোন বিষয় যুক্ত রয়েছে আর কেনই বা গৃহবধূকে খুন করা হয়েছে সমস্ত বিষয় জানতে হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে ধৃতকে দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে বুধবার দুপুরে বারাসত আদালতে তোলা হয়।