
জলপাইগুড়িঃ “এইতো জীবন যাক না যেদিকে যেতে চায় বেয়ারা চালাও ফোয়ারা ” যদিও বিহারে এখন বেয়ারার সুরার ফোয়ারা নিষিদ্ধ| নীতীশ কুমারের রাজ্যে মদ বিক্রি এখন বেআইনি, বলতে গেলে কিছু মাস আগে থেকেই সুরা শুন্য হয়ে গেছে বিহার| কিন্তু বিহারের সুরা প্রেমীদের মন যে ভালো নেই| তারা তো চাইছেন প্রকাশ্যে যদি বেআইনি হয় গোপনে দরকার পরলে চড়া দামেও মদ কিনতে রাজি তারা| আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বিহারে গোপনে চড়া দামে সেই মদ বিক্রির উদ্দেশ্যে প্রায় ৬০ লক্ষ টাকার নামী ব্রান্ডের বিলেতি মদ পাচার হচ্ছিলো। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে অসমের তেজপুর থেকে বিহারে পাচারের পথে ৩১ নং জাতীয় সড়কে গোশালা মোড় এলাকায় লরি বোঝাই ৬০ লক্ষ টাকার রয়াল চ্যালেঞ্জ নামক নামী ব্রান্ডের হুইস্কি উদ্ধার করল |ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে|প্রসঙ্গত, গত কয়েকদিনে প্রায় কোটি টাকার গাঁজা উদ্ধারের পর এবার লরি ভর্তি বিপুল পরিমান রয়াল চ্যালেঞ্জ হুইস্কি উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। বিষয়টিকে বড়োসড়ো সাফল্য বলেই মনে করছে জলপাইগুড়ি জেলা পুলিশ।ঘটনায় জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথরাও ইলওয়াড জানান “এ যাবৎ কালের মধ্যে কোতোয়ালি থানার টিমের এটি সবচেয়ে বড়সড় সাফল্য।” পুলিশ সূত্রের খবর, আই সি বিশ্বাশ্রয় সরকারের কাছে গোপন সূত্রে খবর আসে একটি লরিতে করে পাচার করা হচ্ছে বিপুল পরিমান মদ।খবর পেয়ে টিম নিয়ে অভিযানে নামে পুলিশ। মেলে সাফল্য| ধৃতদের জেরা করে প্রাথমিক তদন্তে জানা গেছে, বিহারে মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। সেই সুযোগ কে কাজে লাগিয়ে চড়া দামে মদ বিক্রির চেষ্টায় এত বিপুল পরিমান মদ নিয়ে যাচ্ছিলো পাচারকারীরা। । অপর এক পাচারকারী পলাতক। তার খোজ চলছে । খুব শীঘ্রই ধরা পড়বে বলে আশাবাদী কোতোয়ালি থানার পুলিশের টিম|