এক ঝলকেদক্ষিণবঙ্গপঃ মেদিনীপুর
ফিতে কেটে চন্দ্রকোনা থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা: চন্দ্রকোনা থানার নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করলেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। সোমবার বিকেলে চন্দ্রকোনা থানার নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন তিনি। বহু পুরানো চন্দ্রকোনা থানার ছাউনির ভবনটিকে ভেঙে নতুন করে সংস্কার করা হয়। জেলা পুলিশের সহায়তায় ও চন্দ্রকোনা থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত পাঠকের তত্বাবধানে গড়ে উঠেছে চন্দ্রকোনা থানার এই নবনির্মিত ভবনটি। সোমবারই নবনির্মিত থানার ভবনটি আনুষ্ঠানিক ভাবে দ্বারোদঘাটন করা হয়। এদিনের অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার দীনেশ কুমারের পাশাপাশি উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার বিভিন্ন থানার আধিকারিক ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। পুলিশ সুপার দীনেশ কুমার এদিন চন্দ্রকোনা থানায় উপস্থিত থেকে ফিতে কেটে নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp