
অবশেষে প্রশাসনের উদ্যোগে শুরু হল রাস্তা মেরামতির কাজ। সোমবার থেকে ফরাক্কা থানার আইসি জয়দেব ঘোষের উদ্যোগে ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে শুরু করে ফরাক্কা নেপাল মন্দির পর্যন্ত প্রায় ২০০ মিটার বেহাল রাস্তার মেরামতির কাজ শুরু হলো। দীর্ঘবহু দিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তা অবস্থা বেহালদশা। বেশিরভাগ জায়গাতে ছিল গর্ত। আর এই রাস্তার উপর দিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধার মধ্যে পড়তে হতো এলাকাবাসীদের। মূলত এই রাস্তার উপর দিয়ে যেতে হয় নিউ ফরাক্কা রেলস্টেশন, বাস স্ট্যান্ড, বিডিও অফিস। এছাড়া এনটিপিসি, স্কুল থেকে শুরু করে কলেজে যাতায়াতের জন্য এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। এদিন প্রশাসনের উদ্যোগে ফরাক্কা থানা আইসি, বিডিও সহ পঞ্চায়েত সমিতি সভাপতি নারকেল ফাটিয়ে প্রায় ২০০ মিটার বেহাল রাস্তার মেরামতির কাজ শুরু করেন। রাস্তা মেরামতির কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও।