প্রেম প্রত্যাখ্যান। প্রেমিকাকে ছুড়ি মারলো প্রেমিক

জোর করে প্রেমিকাকে অপহরনের চেষ্টা প্রেমিকের। বাধা দেওয়ায় চারজনকে ছুরিকাহত করে চম্পট দিল প্রেমিক।
ছুরির আঘাতে প্রেমিকার কাকা ক্ষিতিশ বর্মনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেমিকার এক দাদা মনোজিত বর্মন সহ জখম অন্য দুইজন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি। অভিযুক্ত প্রেমিকের খোঁজে তল্লাসি শুরু করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ আলিপুরদুয়ার শহরের নয় নম্বর ওয়ার্ডের বিধান পল্লী এলাকায় প্রেমিকার বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্তের চিরঞ্জিত সরকার। বাড়ি আলিপুরদুয়ার জংশনের ডি এস কলোনিতে। চিরঞ্জিত বিবাহিত। তার স্ত্রী ও পাঁচ বছর বয়সি একটি সন্তান রয়েছে। জানা গেছে, তিন বছর আগে শহরের বিধান পল্লী এলাকার কলেজ ছাত্রীর সঙ্গে ফেসবুকে আলাপ হয় চিরঞ্জিতের। তার পর প্রেম শুরু হয়। দুই বাড়ির লোক একে অপরের বাড়িতে যাতায়াতও করে। কিন্তু কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজের প্রথম বর্ষের ছাত্রী যুবতীর বাড়ির লোকেদের অভিযোগ মেয়ে আগে জানত না চিরঞ্জিত বিবাহিত। যুবতীর বাবা মিন্টু বর্মন বলেন, ” আমার মেয়ে আগে জানত না চিরঞ্জিত বিবাহিত। বিবাহিত জেনে সম্পর্ক থেকে পিছিয়ে আসতে শুরু করে মেয়ে। কিন্তু রবিবার সন্ধ্যার পর বাড়িতে এসে।